কষ্টের ফেসবুক স্ট্যাটাস
কষ্টের কথা না বলাই ভাল। আমরা কোন ভাবেই আশা করি না আমাদের দেশের কোন মানুষ কষ্টে থাকুক। কিন্তু ব্যাক্তি জীবনে পারিবারিক জীবনে সম্পর্কের বিভিন্ন মোড়ে কোন না কোন ভাবেই আমরা দুঃখ পেয়ে যাই। মনের মধ্যে হতাশা কাজ করে আর সেই হতাশার প্রকাশ করি আমরা কখনো ভাষায় কখনো বা ফেসবুক স্ট্যাটাসে। ফেসবুকে আমরা অনেক ধরনের কষ্টের ফেসবুক স্ট্যাটাস দেখে থাকি। যেগুলো আমাদের নতুন করে বাঁচতে শেখায়। আমাদের মনের অবস্থা যখন কষ্টের হয় তখন আমরা সেটার প্রকাশ করি কষ্টের ফেসবুক স্ট্যাটাস দিয়ে। আবার যখন মনের অবস্থা আনন্দের হয় তখন সেটা প্রকাশ পায় আবেগি ফেসবুক স্ট্যাটাস দিয়ে।
পৃথিবীতে এমন কোন ব্যক্তি বা মানুষ নেই যার জীবনে কখনো কোন কষ্ট হয় নি। প্রেম বা ভালোবাসার মাঝে মান-অভিমান, ভুল-বোঝাবুঝি হয়ে থাকে। মনকে হালকা করার জন্য আমাদের মনের ভাব প্রকাশ করা উচিত। আর মনের ভাব প্রকাশ করার একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে কষ্টের ফেসবুক স্ট্যাটাস। ফেসবুকে ঢুকলে যখন আমাদের চোখে পড়ে কষ্টের ফেসবুক স্ট্যাটাস- গুলো তখন আমাদের কাছেও এইগুলোর গুরুত্ব অনেক বেড়ে যায়। আর এই কষ্টের ফেসবুক স্ট্যাটাস গুলো আমাদের অনেক কিছু ভাবতে, বুঝতে শিখায়।তখন আমাদের বেঁচে থাকার ইচ্ছেটা আরো বেড়ে যায়।
সেই সাথে ছোট ছোট ঝগড়া থেকে অনেক সময় ভালোবাসা তৈরি হয়। আবার অনেক সময় এই ছোট ছোট ঝগড়াও মারাত্মক ইস্যু হয়ে উঠে। তখন একে-অপরের মধ্যে শুরু হয় অবহেলা আর অযত্ন। তখন দুজন-দুজনকে অবহেলা করার কারণে সম্পর্কটা শেষ মূহুর্তে চলে যায়। দুজনেই দুজনের মাঝে কষ্ট নিয়ে বেঁচে থাকে। তখন কষ্টের ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে পরস্পরে পরস্পরের মনের কষ্টের অবস্থা বুঝতে পারে এবং স্ট্যাটাসের মাধ্যমে মনও কিছুটা হালকা হয়।
তাই, আজকে আমরা কিছু স্মার্ট কষ্টের ফেসবুক স্ট্যাটাস নিয়ে আলোচনা করব। যেই কষ্টের ফেসবুক স্ট্যাটাস গুলো এখনো অতি জনপ্রিয় হয়ে আছে।
তো চলুন শুরু করা যাক কষ্টের ফেসবুক স্ট্যাটাস গুলোঃ
কাউকে ভালোবাসা বোঝানোর
সব থেকে বড় অনুভূতি হল কান্না করা
কারণ, যার জন্য কান্না আসে না
তার জন্য কখনও ভালোবাসা থাকে না।
আপন ভেবে কাউকে মনের কথা সব সময়
বলো না- এমন এক সময় আসবে সে তোমাকে
তোমারই কথা দ্বারা আঘাত করবে।
Related Post: ভাল থাকুক ভালোবাসা প্রেম, রোগ কাম্য নয়
সবাই তোমাকে কষ্ট দিবে- তোমাকে এমন একজনকে বেছে
নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে।
স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে, স্বপ্ন নিয়ে বেঁচে থাকা
অনেক ভালো কারণ- স্মৃতি মানুষকে কষ্ট দেয়
কিন্তু স্বপ্ন মানুষকে নতুন কিছুর আশায় রাখে।
যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনও অন্যের
দুঃখ, কষ্টকে উপলব্ধি করতে পারে না।
কি হবে জীবনে পারফেক্ট মানুষ খুঁজে!
যদি সেখানে ভালোবাসাই না থাকে।
ভুল তোমারও ছিল, সেটা তুমি বোঝনি,
রাগ আমারও ছিল, কিন্তু আমি দেখাইনি
ভুলে আমিও যেতে পারতাম
কিন্তু আমি চেষ্টা করি নি।
জানি ফিরবেনা এই মনের নিড়ে
তবুও অপেক্ষায় থাকবো সারা-জীবন।
এক চোখ কখনও আরেক চোখকে দেখেনা
তবুও এক চোখের কিছু হলে আরেক চোখ
অশ্রু না ঝড়িয়ে পারে না।
আজকাল সব জায়গায় আমি তোমাকে দেখতে পাই,
কেন জানিনা? পৃথিবী ছোট হয়ে গেছে,
নাকি তুমি বড় হয়ে গেছ?
কষ্টগুলো চেপে রেখে সকলের মাঝে
হাসিখুশি থাকার নামই জীবন।
বলবো না ভালোবাসি করব না জোর
ইচ্ছে করলে ফিরে আশিস
জায়গাটা শুধু তোর।
যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে
জমিয়ে রাখি, এক সময় সেই সুখের স্মৃতিগুলোই
আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়।
মাঝে মাঝে এমনও হয় যে, হুট করে মরে যাওয়ার
চিন্তা নিয়ে ভীষণভাবে বেঁচে থাকতে ইচ্ছে করে।
ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই কারণ
সে একটু ভালো থাকার জন্য
তোমাকে বেছে নিয়েছে।
হাজারো অপমানের পরেও যদি কেউ
আপনাকে ভালোবাসে, বিশ্বাস করুন
সে সত্যিই আপনাকে ভালোবাসে।
ভালোবাসা সবার জন্য না কিছু মানুষ
আছে শুধু কষ্ট পাওয়ায় জন্য
বেঁচে থাকে।
আমি সত্যিই ব্যার্থ!!! কারণ আমি কখনোই
তোমাকে বুঝাতে পারি নাই আমি
তোমাকে কতটা ভালোবাসি।
ভুলটা আমার ছিল, কারণ
স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম।
এই কষ্টের ফেসবুক স্ট্যাটাস গুলো আপনাকে পথ চলতে সাহস যোগাবে। জীবনের সব কষ্ট মুছে সামনে এগিয়ে যাওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আত্নহত্যা মহাপাপ এই কথার উপর ভিত্তি করে বেঁচে থাকব সারা জীবন।
Related Post: জেলাসি বা সন্দেহ দূর করার উপায়